এবার শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিয়ে কম্পিউটারের প্রিন্টার চুরি করে পালাল চোরের দল।ঘটনা সোমবার রাতে মোহনপুর মহকুমার লেফুঙ্গা থানাধীন উজান ফটিকছড়া এস বি স্কুলে।এদিকে মঙ্গলবার রাতে বিশালগড় থানাধীন অফিসটিলার পালপাড়া এলাকার এক বাড়ি থেকে দুটি গ্যাস সিলিন্ডার সহ মূল্যবান জিনিষপত্র নিয়ে চম্পট দেয় নিশিকুটম্বের দল।এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।
বিদ্যালয়ের তালা ভেঙ্গে কম্পিউটারের প্রিন্টার চুরি করল চোরের দল।এই ঘটনা মোহনপুরের লেফুঙ্গা থানাধীন উজান ফটিকছড়া এস বি স্কুলে।জানা গেছে, সোমবার রাতে এলাকাবাসী বিদ্যালয়ের দড়জা ভাঙ্গার শব্দ পান।তারা সাথে সাথে ঘটনাটি বিদ্যালয়ের এস এম সি কমিটির চেয়ারম্যান মলেন্দ্র দেববর্মাকে জানান।খবর পেয়ে তিনি বিদ্যালয়ে ছুটে আসেন ও দেখতে পান স্কুলের কম্পিউটারটি মাঠে পরে রয়েছে।এস এম সি কমিটির চেয়ারম্যানের উপস্হিতিতেই গ্রামবাসীরা কম্পিউটারটি মাঠ থেকে উদ্ধার করে স্কুল ঘরে নিয়ে রাখেন।তখনই তারা লক্ষ্য করেন, কম্পিউটারের প্রিন্টার মেশিনটি নেই।এস এম সি কমিটির চেয়ারম্যান বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে জানান।মঙ্গলবার সকালে প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে ছুটে আসেন।বিষয়টি তিনি লেফুঙ্গা থানায় জানান।খবর পেয়ে লেফুঙ্গা থানার পুলিশ উজান ফটিকছড়া এস বি স্কুলে ছুটে আসে ও ঘটনার তদন্ত করে।সংশ্লিষ্ট বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, তার অনুমান, নেশাগ্রস্ত যুবকরাই এই চুরি কান্ডের সাথে যুক্ত।